৪৮ ঘণ্টা ইয়েমেনে হামলা চালাবে না সৌদি জোট

ইয়েমেনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতি প্রয়োজনে বাড়ানো হবে বলে জানিয়েছে সৌদি জোট।

জোটের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যদি ইরান সমর্থিত শিয়া ‘জঙ্গিগোষ্ঠী’ হুথিরা যুদ্ধবিরতি সমর্থন করে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেয়, তবে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাবু মানসুর আল হাদিকে সরিয়ে ক্ষমতা দখল করে হুথিরা।

এরপর গত বছরের মার্চ থেকে হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করতে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি জোট।
এ হামলায় এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জরুরি চিকিৎসা, খাদ্য ও পানীয়ের তীব্র সংকট বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি শুরু হল।

LEAVE A REPLY