জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, জাবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার  রাত পৌনে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ju-admission.org) প্রকাশিত ফলাফল পাওয়া যাবে। এছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফলাফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের আসন সংখ্যার সর্বাধিক দশগুন (১০) ছাত্র-ছাত্রীদের পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় অফিস সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের (গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪৫১ টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭’শত পরীক্ষার্থী আবেদন করে। প্রথম দিনের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ৫টি শিফটে অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় ৭০%।

LEAVE A REPLY