পানি উন্নয়ন বোর্ডে ৬৮ নিয়োগ

মো. মাহবুব আলম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (পুর)/ প্রাক্কলনিক পদে ৬৮ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে গত ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যোগ্যতা সম্পন্ন আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা: পদটিতে আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

বেতন: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা।
আগ্রহী প্রার্থীরা বাপাউবো নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে “পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (১০ম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০” ঠিকানায়।

LEAVE A REPLY