পুরুষ নির্যাতন বন্ধে মানববন্ধন

পুরুষ নির্যাতন বন্ধে রাজধানীতে মানববন্ধন করেছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ (পুনিপ্রআবিডি)।বিশ্ব পুরুষ দিবস পালন উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় এ মানববন্ধন হয়।দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়।

পুরুষ নির্যাতন প্রতিবোধ আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক শেখ খায়রুল আলম বলেন, ‘পুরুষ জাতি বর্তমানে নানা ভাবে নারী সমাজের কাছ থেকে বিভিন্নভাবে মানসিক এমনকি শারীবিক নির্যাতন শিকার হচ্ছে। মিথ্যা মামলাসহ বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে পুরুষরা। কিন্তু বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আইন না থাকার কারণে নির্যাতনের কথা কোনো পুরুষই মিডিয়ার কাছে প্রকাশ করে না।’

‘মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুরুষ নির্যাতন আইন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই।

LEAVE A REPLY