ফিফার নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল দ্বিতীয়

আগামী ২৪ নভেম্বর ফিফার বিশ্ব ফুটবলের র‌্যাংকিং ঘোষণার কথা ছিল। কিন্তু এর আগেই দলগুলোর অবস্থান ঠিক হয়ে গেছে। যে কারণে এক সপ্তাহ আগে র‌্যাংকিং জানিয়ে দিল ফিফা। বিশ্বকাপ বাছাইয়ের টানা চার ম্যাচ হারের পর ও র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বাছাইয়ে দারুণ ছন্দে থাকা ব্রাজিলও ব্যবধান কমিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০১০ বিশ্বকাপের আগে থেকেই ফিফা র‌্যাংকিংয়ে  শীর্ষে উঠতে পারেনি ব্রাজিল। ওই বিশ্বকাপের পর থেকে গত ছয় বছরে ব্রাজিলের এবারের দ্বিতীয় স্থানে ওঠাটাই হচ্ছে সর্বোচ্চ র‌্যাংকিং ।

ইএসপিএন জানায়, গত মঙ্গলবার কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা হারলেই শীর্ষে উঠে যেত ব্রাজিল। তবে ঘরের মাঠের ম্যাচটি ৩-০ গোলে জেতায় শীর্ষস্থান ধরে রাখবে লিওনেল মেসি-হিগুয়াইনরা। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়া ব্রাজিল ব্যবধান কমিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে।

এদিকে ব্রাজিল দুইয়ে ওঠে আসায় তিনে নেমে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। চতুর্থ স্থানেই থাকবে বেলজিয়াম। আর এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে আসবে টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ষষ্ঠ স্থানে নেমে যাবে কলম্বিয়া। সেরা দশের বাকি চারটি স্থানে আগের মতোই থাকবে ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন।

LEAVE A REPLY