বিনা বিচারে দেড় যুগের কাছাকাছি কিংবা তারও বেশি কারাবন্দী ৪ জনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিনা বিচারে কারাগারে থাকা চান মিয়া (১৮ বছর), মকবুল (১৭ বছর), সেন্টু (১৭ বছর) ও বিল্লালকে (১৬) কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জরি করেন। একইসঙ্গে আদালত আগামী ৪ ডিসেম্বর আসামীদের হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
হত্যা মামলায় চান মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লাল কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।
গত ১৬ তারিখ এ সংক্রান্ত একটি সংবাদ বেসরকারি টিভি চ্যানেল২৪–এ সম্প্রচারিত হয়। সে বিষয়টি রোববার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে। এরপর আদালত রুলসহ আদেশ দেন।
সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।