আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান গুলি করে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গতকাল শনিবার ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে এ ঘটনা ঘটে।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে অনধিকার প্রবেশের পর ভারতীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়ার করা এক টুইটের বরাত দিয়ে ভারতীয় এই সংবাদ সংস্থা বলছে, রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টে পাকিস্তান সময় বিকাল পৌনে ৫টার দিকে একটি ‘ভারতীয় কোয়াডকপ্টারকে’ গুলি করে ভূপাতিত করা হয়।
জিও নিউজ বলছে, ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ৬০ মিটার ভেতরে আসার পর সেটিকে টার্গেট করে পাকিস্তানি বাহিনী।
তবে পাকিস্তানি সৈন্যদের হাতে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।