আন্তর্জাতিক ডেস্ক:
আগুন লেগেছে এসএসকেএম হাসপাতালে। ধোঁয়ায় ঢেকে গোটা হাসপাতাল চত্বর। রোগী ও আত্মীয়স্বজনদের মধ্যে আতঙ্ক।
• হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• ঘটনাস্থলে লালবাজারের রিজার্ভ ফোর্স।
• ঘটনাস্থলে ডিসি সাউথ।
• জল দেওয়ার জন্য দেওয়াল ভাঙার চেষ্টা দমকলের কর্মীদের।
• ষষ্ঠতলে নতুন লাইব্রেরির কাজ চলছিল, সেখান থেকেই আগুনের উত্স বলে প্রাথমিক ভাব মনে করা হচ্ছে।
• আধঘণ্টা পর কাজ শুরু করল দমকলের ইঞ্জিন।
• রোগীদের নিরাপদে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।
• আগুন লাগার কারণ জানা যায়নি।
• আগুনের ভয়াবহতা এতটাই যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা হাসপাতাল চত্বর।
• ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
• আগুন লাগে বেলা ১১.১৫ মিনিটে।
• এসএসকেএম-এর রোনাল্ড রস বিল্ডিংয়ের ষষ্ঠতলায় ভয়াবহ আগুন।
সূত্র: আনন্দবাজার