জাবিতে জালিয়াতি চক্রের সদস্যসহ ৭জনকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সদস্যসহ ৭ জনকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা হলেন ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিকুল ইসলাম, সিটি ইউভার্সিটির আরিফুল ইসলাম, কুমিল্লা জেলার ভর্তি ইচ্ছুক মেহেদী হাসান, ঢাকার মতিঝিলের দীপ্ত শিকদার ও মো. আশরাফুল আলম, রংপুরের মো. আসাদুজ্জামান এবং মুন্সিগঞ্জের ইমাদ হোসেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের (‘বি’ ইউনিট) এবং আইআইটি’র (‘এইচ’ ইউনিট) ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ৭ জনকে আটক করা হয়। সন্ধ্যায় আটককৃতদেরকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

এর মধ্যে আতিকুল ইসলাম, আরিফুল ইসলাম ও মেহেদী হাসানকে সন্দেহজনকভাবে জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশ থেকে সাংবাদিকদের সহযোগিতায় আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে গতকাল ২০ নভেম্বর (রোববার) জালিয়াতির অভিযোগে আটককৃত ভোলা জেলার সদর উপজেলার মোরশেদ আলম জামানের দেওয়া তথ্য অনুযায়ী ১লক্ষ টাকা করে চুক্তিকৃত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী মো. আসাদুজ্জামান, ইমাদ হোসেন ও মো. আশরাফুল আলমকে বিভিন্ন অনুষদ থেকে আটক করা হয়।

একই দিনে আটককৃত আরেক জাতিয়াতি চক্রের সদস্য শাহনেওয়াজ আদনান প্রান্ত’র দেওয়া তথ্য অনুযায়ী ৫ লক্ষ টাকা চুক্তিকৃত শিক্ষার্থী দীপ্ত শিকদারকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, জালিয়াতি সঙ্গে জড়িত থাকায় আমরা তাদেরকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহসিনুল কাদির বলেন, জালিয়াতির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে একই মামলা করা হবে।

LEAVE A REPLY