ক্রীড়া ডেস্ক
প্লে-অফে জায়গা পেতে আর হোঁচট খাওয়া চলবে না, জিততে হবে সব ম্যাচ। বিপিএলের মাঝপথেই এমন মরণ-বাঁচন সমীকরণের সামনে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস্। ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জয়, হাতে মাত্র ২ পয়েন্ট। তবে আজ সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসও খুব স্বস্তিতে নেই। তারাও ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে আছে। এ ম্যাচে হারলে আবারও শঙ্কার মুখে পড়ে যাবে দলটির প্লে-অফ খেলার আশা। টানা ৫ হারের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হাতে পরশু ধরা দিয়েছে বহু-আরাধ্য জয়। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেক আগে থেকেই বলে আসছেন, একটা জয় পেলেই দল বদলে যাবে।
তবে একটি জয়ই যদি বদলে দিতে পারে কুমিল্লাকে, তাহলে চট্টগ্রামও বাদ যাবে কেন! নিজেদের শেষ ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরেছে তারা। উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের কাছে ওই জয়টাই অনুপ্রেরণা, ‘গত ম্যাচটা আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওরা (কুমিল্লা) গত ম্যাচে জিতে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে। কিন্তু আমরাই বেশি আত্মবিশ্বাসী।’
চট্টগ্রামের মতো না হলেও ভালো দর্শক সমর্থন পাচ্ছে রাজশাহী কিংসও। এই সমর্থনটা আজ খুব করেই তাদের দরকার। পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে রাজশাহীরও আজ প্রতিযোগিতায় টিকে থাকার ম্যাচ। ড্যারেন স্যামি অবশ্য এখনো আশা ছাড়েননি, ‘আমরা ভালো খেলছি না। যে ফল হচ্ছে আমরা এর চেয়ে ভালো দল। আমি এখনো বিশ্বাস করি আমরা প্লে-অফ খেলতে পারব।’
তবে কাজটি কঠিনই হবে রাজশাহীর জন্য। আজ দুপুরে তাদের খেলতে হবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। অবশ্য প্রতিপক্ষের নামটিই সাহস দিচ্ছে ড্যারেন স্যামিকে, ‘ঢাকার বিপক্ষে খেলা। এখন পর্যন্ত ওদের সঙ্গেই জিতেছি আমরা। এটাই বড় অনুপ্রেরণা।’
যে যেভাবে সম্ভব, সেভাবেই অনুপ্রেরণা খুঁজে নিতে পারে। তবে বাস্তবতা হলো তলানির তিন দলের যেকোনো একটির বিপিএল কার্যত আজই শেষ হয়ে যেতে পারে। তাই বিপিএলে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে রাজশাহী-চট্টগ্রাম–কুমিল্লা।