প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী বিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার পর ওই শিক্ষক তিন দিন ছুটিতে যান। পরে একমাসের মেডিকেল ছুটির আবেদন করে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন।

নির্যাতিতা দুই ছাত্রী অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ৪র্থ শ্রেণির বাংলা ও গণিত এবং ৫ম শ্রেণির বিজ্ঞান ক্লাসের সময় দুই ছাত্রীকে যৌন হয়রানি করেন।

ওই দুই ছাত্রী ওইদিন বাড়ি ফিরে বিষয়টি তাদের অভিভাবককে জানায়। এরপর অভিভাবকরা বিষয়টি সহকারী শিক্ষিকাদের অবহিত করেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বার্থী ইউপির চেয়ারম্যান মো. শাহ্জাহান প্যাদা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুলে আসতে বারণ করা হয়েছে। তাকে জানুয়ারি মাসে বদলি হয়ে যেতে বলা হয়েছে।

কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির সময় ওই প্রধান শিক্ষককে একই অভিযোগে এ স্কুলে বদলি করা হয়েছিল।

এদিকে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। এক সহকারী শিক্ষিকার যোগসাজশে একটি মহল যৌন হয়রানীর অপবাদ দিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। কোনো উপায় না পেয়ে আগামী এক মাসের মেডিকেল ছুটির আবেদন করেছি।’

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। যুগান্তর

LEAVE A REPLY