প্রাথমিক শিক্ষায় অনুপস্থিত ১ লাখ ৪৩ হাজার ৩১৬ জন

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে।এবার পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক লাখ ৪৩ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী।

এরমধ্যে পিইসি’তে অনুপস্থিত ছিল এক লাখ এক হাজার ১৭ জন এবং ইবতেদায়িতে ছিল ৪২ হাজার ২৯৯ জন।  দুই পরীক্ষায় এবার অংশ নেওয়ার কথা ছিল ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থীর।

অসদুপায় অবলম্বনের দায়ে পিইসি’তে তিন জনকে বহিস্কার করা হয়। উভয় পরীক্ষায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫১ হাজার ৭৭১ জন অনুপস্থিত ছিল এবং সবচেয়ে কম অনুপস্থিত ছিল খুলনা বিভাগে আট হাজার আট জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি পরীক্ষা। সোমবার অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা। পিইসি ও ইবতেদায়ি উভয়েরই ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

LEAVE A REPLY