২১ আগস্ট গ্রেনেড হামলার সাক্ষীদের পুনরায় জেরা খারিজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষীদের পুনরায় জেরার জন্য রিভিশন মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ।আসামি মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট এই রিভিশন মামলা করেছিলেন ।

রবিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের ১ থেকে ৬১ নম্বর সাক্ষীদের পুনরায় জেরা (রিকল) চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন এই মামলার আসামি পাকিস্তানি নাগরিক মাজেদ ভাট। ওই আবেদন গত ২২ মার্চ খারিজ করে দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা করেন মাজেদ ভাট।

প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভাগ সাক্ষী রিকল প্রশ্নে রুল জারি করে। রবিবার ভাটের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন।

LEAVE A REPLY