নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘এফ’ (আইন অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল পাওয়া যাবে।