জামিন পেলেন সাব্বির-আশিকুর

ছাত্রলীগের দুই বহিস্কৃত নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জামিন পেয়েছেন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাদেরকে জামিন দেওয়া হয় ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম তাদের জামিন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার কোর্ট জিআরও এসআই মাহমুদুল এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৭ অক্টোবর বৃহস্পতিবার ব্যবসায়ী ও হকারদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় ওই দুই নেতাকে। ৩১ অক্টোবর তাদের সংগঠন থেকে বহিস্কার করা হয়। এ ঘটনায় রাজধানীর পল্টন ও শাহবাগে দুটি মামলা হয়।

LEAVE A REPLY