প্রথম দিনেই টিপিপি চুক্তি বাতিল করবো: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউজে তাঁর প্রথম দিনেই তিনি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি

বিবিসির খবরে বলা হয়, আগামী জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মি: ট্রাম্প। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কী করবেন, ভিডিও বার্তায় সেই ধারণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

টিপিপি চুক্তির লক্ষ্য অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করা এবং প্রবৃদ্ধি সমৃদ্ধ করা। যদিও টিপিপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিরোধিতা রয়েছে। যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা উল্লেখ রয়েছে।

দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে তা এখনো অনুসমর্থন করা হয়নি।

চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। দেশগুলো বর্তমান বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে।

মি: ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও এশিয়া প্যাসিফিকের নেতারা পেরুতে অনুষ্ঠিত সম্মেলনে মুক্ত বাণিজ্য চুক্তি বহাল রাখার বিষয়ে আলোচনা করবেন।

তবে সোমবারই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন যুক্তরাষ্ট্র যদি টিপিপি বাণিজ্য চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় তাহলে এ চুক্তি অর্থহীন হয়ে পড়বে।

LEAVE A REPLY