রায়ের কপি প্রাপ্তির ৭ দিনের মধ্যে রিজভীকে ডিজিটাল পাসপোর্ট দেয়ার নির্দেশ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর রায়ের কপি প্রাপ্তির সাত দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বা ডিজিটাল পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। শুনানি শেষে হাইকোর্ট বিভাগ আজ এই রায় দেয়।

রায়ের কপি পাওয়ার পরই পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর এমআরপির জন্য পাসপোর্ট অধিদফতরে আবেদন করেন রুহুল কবির রিজভী। আজ অবধি তাকে পাসপোর্ট দেয়া হয়নি। এরপর এমআরপি দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করেন তিনি। গত ৭ জুন রিটের ওপর রুল জারি করে হাইকোর্ট বিভাগ।

রিজভীর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন।

LEAVE A REPLY