মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিমকোর্ট সমিতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান ।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দেয়ার মতো যথেষ্ট। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐ ঘটনার ব্যপারে জোরালো কোনে ভূমিকা দেখছি না।
বার সভাপতি বলেন, দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো উচিত।
সংবাদ সম্মেলনে নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তা বন্ধের আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।