বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় খালাস পাওয়া তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে বিচারিক আদালতে দেওয়া খালাসের রায় বাতিল করে কেন তাদের সুবিধাজনক সাজা দেওয়া হবে না- তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।
এছাড়া আদেশের কপি পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে ফারহাত ও তার ছেলে হুম্মামকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় দণ্ডপ্রাপ্ত অন্য এক আসামির আপিল শুনানিকালে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদালতে মাহবুবুল হাসানের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল হক ও সহকারি অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম খান।