বিনোদন ডেস্ক
ফের মাথা কাটা পোস্টার কেলেঙ্কারিতে জড়ালো বাংলা সিনেমা। সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তামিল ছবির নায়িকা কাজল আগারওয়ালার ছবির মাথা কেটে সেখানে বসানো হয়েছে পরীমনির মাথা।
এমন দৃশ্যের পরই শুরু হয়েছে মাথা কাটা নিয়ে বিতর্ক। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পরীমনি। এর আগে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রের পোস্টারে সানি লিওনের মাথা কেটে বসানো হয়েছিল অভিনেত্রী মৌসুমী হামিদের মাথা।
ইচ্ছাকৃত মেধাশূন্য ব্যক্তিদের দিয়ে কাজ করানো হলেও কিংবা টাকা বাঁচানোর চেষ্টা করে এসব নকল পোস্টার তৈরি করা হয়। বাংলা চলচ্চিত্রের ভক্তরা বরাবর এসব বিষয়ে অভিযোগ করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার না করে নানা অজুহাত দাঁড় করায়।
এ ঘটনায় অভিনেত্রী পরীমনি নিজেও ক্ষুব্ধ হয়েছেন। এমন পরিশ্রমের একটা ফসলকে এভাবে বিতর্কিত করার কোনো মানেই হয় না, জানান পরীমনি।
পরিচালক শফিক হাসান বলেন, এটা একটা ভুল, মিস ম্যানেজমেন্ট। তবে তিনি পোস্টার হিসেবে মাথাকাটা পরীমনিকে দেখা যাবে না বলে জানান।