ক্রীড়া ডেস্ক
ফাফ ডু প্লেসির পর এবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল বিরাট কোহলির বিপক্ষে! আইসিসি এখনও বিষয়টি আমলে নিয়ে কোনো অভিযোগ দায়ের করেনি।
কিন্তু ভারতের টেস্ট অধিনায়কের বিপক্ষে স্পষ্ট প্রমাণ হাজির করেছে ব্রিটিশ মিডিয়া। ঘটনাটি ঘটেছিল রাজকোটে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে। স্কাই স্পোর্টসের টিভি ফুটেজে যা ধরা পড়েছে।
টিভি ফুটেজে দেখা গেছে, মুখে থাকা মিষ্টিজাতীয় কিছু চিবিয়ে সেই লালা দিয়ে নিচু হয়ে বল ঘষছেন কোহলি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে চুইংগামের লালা বলে মাখিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসির বিপক্ষে। দোষী প্রমাণিত হওয়ায় ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করা হয়েছে তাকে।
এখন কোহলির বিপক্ষে ওঠা অভিযোগ আইসিসি আমলে নেবে কিনা সেটাই দেখার ব্যাপার। এই উটকো ঝামেলার মধ্যেই কাল একটি সুসংবাদ পেয়েছেন ভারত অধিনায়ক। টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৪ নম্বর থেকে এক ধাক্কায় চারে উঠে এসেছেন কোহলি, যা তার ক্যারিয়ারসেরা র্যাংকিং।