প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সিলেট যাচ্ছেন। তিনি ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সিলেটে প্রস্তুতি প্রায় চুড়ান্ত।
প্রধানমন্ত্রীর এই সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি। তাকে স্বাগত জানাতে তাদের প্রস্তুতিরও কমতি নেই।