ব্যাগ উদ্ধারে পুলিশকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের ধন্যবাদ

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠান থেকে চুরি যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার হাত ব্যাগটি উদ্ধার করা হয়েছে। এসময় অভিযুক্ত রুবেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

চুরি হয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রদূত নেদারল্যান্ড এম্বাসি ঢাকার অফিশিয়াল ফেসবুকে পুলিশকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়। দুইদিনের ব্যবধানেই আজ বুধবার সেই ব্যাগ উদ্ধার করে পুলিশ।

LEAVE A REPLY