দুই বছর আগে কমিটি ভাঙ্গলেও এখন নতুন কমিটি হয়নি রাজধানীর সরকারী ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগের।
কলেজ সূত্রে জানা যায়,গত ১৫।১১।১৪ইং তারিখে ঐ মৌখিক কমিটি বিলুপত করা হয়। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর আওতায় কমিটি হতো। তাও সেটা ছিল মৌখিক। সেই মৌখিক কমিটির সভাপতি খন্দকার ফারুক বর্তমানে ইউনিড্রাগস নামক কোম্পানীতে চাকুরীরত। আর সাধারন সম্পাদক রিয়াদ আদনান পড়াশোনা শেষে দীর্ঘ দিন যাবত বাড়িতে অবস্থান করছে। এমতাবস্থায় কলেজে অন্যান্য সংগঠনের সরব অবস্থান থাকলেও দেখা যায়না ছাত্রলীগকে।

গত ৪।৮।১৬ ইং তারিখে কলেজটিকে ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার আওতায় নেয়া হয়। তারপর ও এই কলেজটির কমিটির ব্যপারে তেমন অগ্রগতি লক্ষ করা যায় না। এ ব্যাপারে ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সভাপতি শরিফ ও সাধারন ম্পাদক পার্থ সারথীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন কারণে কমিটি আটকে আছে। তবে দ্রুত কমিটি হবে বলে জানান তিনি।
কলেজ ছাত্রলীগের এক নেতা সোসাইটিনিউজকে বলেন, সকল সরকারী মেডিকেল কলেজে কমিটি দেয়া হলেও শুধু এই কলেজটি বাদ পড়ে। এমতাবস্থায়, অতিদ্রুত উক্ত বাংলাদেশ এর প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ এর কমিটি দিয়ে কলেজ কে বাংলাদেশ ছাত্রলীগ এর একটি শক্তিশালী ইউনিট এ রুপান্তর করা হোক।