খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে

বিএনপি চেয়রাপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলা বিচার কার্যক্রম চলবে। হাইকোর্টের এ সংক্রান্ত রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঐ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার দায়েরকৃত লিভ টু আপিল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

 

আপিল খারিজ হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া ও বিগত চারদলীয় জোট সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত এই মামলাটির বিচার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

আজ খালেদা জিয়া পক্ষে আদালতে এ জে মোহম্মতদ আলী, এম মাহবুদ্দিন খোকন, রাষ্টপক্ষে আটার্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY