ক্রীড়া ডেস্ক
বিপিএলের ঢাকার প্রথম পর্ব ও চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। শুক্রবার থেকে আবার শুরু হবে ঢাকার শেষ পর্ব। আর এই পর্বের মধ্য দিয়েই শেষ হবে বিপিএলের চলতি আসর।
২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতির খেলা। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। আবহাওয়া কিংবা অন্য কোনো অনিবার্য কারণে ৯ ডিসেম্বর ফাইনাল মাঠে না গড়ালে পরদিন অনুষ্ঠিত হবে এই ফাইনাল।
বিপিএলের শেষ পর্বের সময়সূচি নিচে দেওয়া হলো।