মো. মাহবুব আলম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ২৩ জন এবং সিডিউলিং/ মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট পদে ২জন সহ মোট ২৫ জন জনবল নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে গত ১০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: উভয় পদে আবেদনের জন্য কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেতে হবে, কোনো তৃতীয় শ্রেণি থাকা যাবে না।
বিস্তারিত তথ্য: আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে “ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, হেড অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯” ঠিকানায়।
বয়স: ৪ ডিসেম্বর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর ২০১৬তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন: উভয় পদের জন্য মাসিক বেতন ২৫,২০০ টাকা। পাশাপাশি নিয়োগপ্রাপ্তরা অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন।