ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেননি এমন ব্যক্তিরা শুক্রবার থেকে বিশেষ সুযোগে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধিত হতে পারবেন। এছাড়াও এ সময় ভোটার এলাকা পরিবর্তনও করতে পারবেন। নিবন্ধনের এ প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
নির্ধারিত বয়স হওয়া সত্ত্বেও যারা এখনো ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেননি, তাদের জন্য এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ইসি সচিব মোহাম্মাদ আবদুল্লাহ জানান, গত বছরে নিবন্ধনের তথ্য সংগ্রহের সময় উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক সাড়া দেননি। তাদের এবার তালিকাভুক্ত করা হবে। তবে বিশেষ সুযোগ দেয়ার ফলে এবার বাড়ি বাড়ি যাচ্ছে না তথ্য সংগ্রহকারীরা। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হতে হলে যোগ্য নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যেতে হবে। ২ জানুয়ারি খসড়া প্রকাশের সময় তাদের নামও থাকবে ভোটার তালিকায়।