রিজার্ভ চুরি: ফিলিপাইনে ৬ ব্যাংকারের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউজ ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ছয় ফিলিপিনো ব্যাংকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ফিলিপাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে।

বুধবার ম্যানিলার মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল জানায় যে তারা আরসিবিরিস তৎকালীন প্রধান, তাদের বিপণন পরিচালক এবং অন্য চারজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। একই অভিযোগে গত আগস্টে এই ব্যাংকটিকে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করা হয়।

মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল জানায়, অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজশে চারটি একাউন্টের মাধ্যমে বাংলাদেশের অর্থ হস্তান্তর হয়। এখন এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগের বিচার করবে বিচার বিভাগ।

দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং ৪৮ লাখ টাকা করে জরিমানা হতে পারে। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে চুরি হওয়া অর্থ থেকে ম্যানিলা বাংলাদেশকে দেড় কোটি ডলার ফেরত দিয়েছে।

সূত্র: এএফপির

LEAVE A REPLY