হে প্রভূ, মনুষ্যবোধটুক মানুষকে দাও

মেহেদী হাসান
হে প্রভূ, মনুষ্যবোধটুক মানুষকে দাও
লোভ, পাপ, দুর্ণীতি, ভেজাল ঊধ্বাকাশে নিয়ে যাও।
হে প্রভূ, একি হলো বাংলাদেশের!
সব রকম খাদ্যে ভেজাল, বিষ
প্রভূ, তুমি এদেশের মানুষের জ্ঞান দাও
খাদ্যভেজাল হতে তুমি অামাদের রক্ষা কর।

হে প্রভূ, সভ্যতার ঊষালগ্ন সেই কবে থেকে শুরু
ধরার সমস্ত পাপ, তাপ, শোক রুখে দিয়েছে ছাত্রসমাজ
ছাত্রসমাজ এগিয়ে চলেছে দূর্বার গতিতে
কোন ভয়, লোভ, হিংসার কাছে মাথা নত না করে।
সেই ছাত্রদের তুমি পূর্ণশক্তি দাও;
যাতে তারা পদদলে মাড়তে পারে সমস্ত অপরাধ।

হে প্রভূ, তুমি এদেশের মানুষের কাণ্ডজ্ঞাণ দাও
খাদ্যে ভেজাল হতে রক্ষা কর
লোভীদের লোভ হতে রিরত রাখ
ছাত্রদের সচেতন করে গড়ে তোল
যাতে তারা সমাজ সচেতন করতে পারে
যুগে যুগে মুক্তির ঝাণ্ডা উড়িয়েছে ছাত্রসমাজ
তুমি তাদের সেই জ্ঞান দাও প্রভূ।

LEAVE A REPLY