আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সেমনান প্রদেশের শাহরুদ শহরে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির শাহরুদ শহরের হাফত খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
আহতদের পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে প্রতিবেদনে কিছুই বলা হয়নি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন উদ্ধারকর্মীরা।