কলম্বিয়ায় সাবেক জেনারেলের ৩০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার সাবেক পুলিশ জেনারেল মিগুয়েল মাজা মার্কেজকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সাবেক প্রেসিডেন্ট প্রার্থী লুইস কার্লোস গালানকে হত্যার অভিযোগে তার এই সাজা দেয়া হয়।
১৯৮৯ সালে সোচায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় খুন হন গালান। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো কলম্বিয়া তখন কেঁপে উঠে। সেসময় মাদক সম্রাট পাবলো এসকোবার এই হত্যাকাণ্ডের পছনে ছিলেন।  এসকোবারের লোক জন জাইরো ভেলাসকুয়েজ এই হত্যায় জড়িত ছিলেন। ১৯৯২ সালে তাকে আটক করা হয়। ২২ বছর কারাবাসের পর ২০১৪ সালে তাকে মুক্তি দেয়া হয়। জেনারেল মিগুয়েল মাজা মার্কেজ সেসময় গালানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগই তার সাজা হয়। খবর বিবিসি

LEAVE A REPLY