দুর্ঘটনা রোধে নারী চালকদের সংখ্যা বাড়ানোর কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছেলেদের মাথা গরম, এবার নারী ড্রাইভার চাই।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, নারী চালকদের সংখ্যা বাড়াতে হবে, কারণ তাদের মাথা ঠাণ্ডা থাকে। এতে দুর্ঘটনাও ঘটবে না। আর ছেলেদের মাথা গরম থাকে।
চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্লিজ আপনারা ১২ ও ১৪ বছরের বাচ্চাদের ড্রাইভিংয়ে দেবেন না। আমি রাস্তায় যাই, এসব ঘটনা আমার চোখে পড়ে। কেননা অদক্ষ চালকও দুঘর্টনার জন্য দায়ী।
অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মোটর চালক লীগের উপদেষ্টা সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য দেন।