চলমান বিপিএলের ২৬তম ম্যাচে আর কিছু পরেই মাঠের লড়াইয়ে নামবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের দলপতি মুশফিকুর রহিম।
এ ম্যাচের ফলাফলের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে খুলনা। ৭ ম্যাচ খেলে দলটির সংগ্রহ ১০ পয়েন্ট। ৫ জয় আর ২ পরাজয়ে থাকা খুলনার সামনে থাকছে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। ৭ ম্যাচ খেলা রংপুর ১০ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অবস্থান করছে। বরিশালের বিপক্ষে জিততে পারলেই মাহমুদুল্লাহ রিয়াদের দল শীর্ষে উঠবে।
অপরদিকে, ভালো অবস্থানে নেই বরিশাল। মুশফিকের দলটি চট্টগ্রাম পর্বে জয়ের দেখা পায়নি। টেবিলের ছয়ে থাকা দলটির সংগ্রহ ৬ পয়েন্ট। খুলনার বিপক্ষে ম্যাচ জিততে মরিয়া বরিশাল। তাতে, টেবিলের উপরের দিকে ওঠার সুযোগও থাকছে বরিশালের।