ঢাবির সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (সান্ধ্যকালীন) প্রোগ্রামের ৩৫তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় ৫২০টি আসনের জন্য ৩ হাজার ২০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

LEAVE A REPLY