দালালদের সহায়তায় রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে -বিজিবি মহাপরিচালক

স্থানীয় দালালদের সহায়তায় কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন । তবে কি পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে তার পরিসংখ্যান বিজিবির কাছে নেই বলেও জানান তিনি।

শুক্রবার বেলা ১২টায় টেকনাফ স্থলবন্দরের মালঞ্চ কটেজ প্রাঙ্গনে বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আবুল হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ঘটছে সেসব পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ওই পয়েন্টগুলোতে বিজিবির বাড়তি নজরদারি রয়েছে।

রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রশ্ন করা হলে বিজিবি প্রধান বলেন, মিয়ানমারে কি হচ্ছে এটি বিশ্ববাসী দেখছে। এরপরও বিজিবি যেসব রোহিঙ্গা আটকের পর ফেরত পাঠায় তাদের সকল মানবিক সহযোগিতা দিয়ে থাকে।

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করা হলে আবুল হোসেন বলেন, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ চিন্তা করছে। বিজিবির দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া। বিজিবি অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে লোকাল কমিউনিটি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন বিজিবি প্রধান।

এসময় বিজিবি চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান, কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ, টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY