ফেসবুকে খাদিজার ছবি প্রকাশ

চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের ভাই শাহিন আহমেদ তার নিজস্ব ফেসবুকে বোনের একটি ছবি প্রকাশ করেছেন।

বুধবার তিনি তার নিজস্ব ফেসবুকে কেবিনে চিকিৎসাধীন নার্গিসের ছবি প্রকাশ করেন।

বৃহস্পতিবার ছবিটি বিষয়ে নার্গিসের বাবা মাসুক মিয়া বলেন, আমার ছেলে শাহিন বিদেশে থাকায় নার্গিস তার সঙ্গে ভিডিও কলে কথা বলে। এ ছবিটি ভিডিও কল থেকে নেওয়া।

তিনি বলেন, নার্গিসের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। নার্গিস দুই হাত ও দুই পা নাড়াচাড়া করতে পারে। এছাড়া শোয়া থেকে ধরে উঠালে বিছানা ও হুইল চেয়ারে বসে থাকতে পারে। কিন্তু হাটতে পারে না।

নার্গিসকে সব ধরনের খাবার দেওয়া হচ্ছে বলেও জানান তার বাবা মাসুক মিয়া।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে।

LEAVE A REPLY