আন্তর্জাতিক ডেস্ক
ভারত সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪৫টি আল্ট্রা লাইট হুইৎজার কামান কিনতে যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এ কথা জানিয়েছেন। আর এই অত্যাধুনিক আল্ট্রা লাইট হুইৎজার কামানগুলি কিনতে ভারত সরকার খরচ করবে ৭৫০ মিলিয়ন ডলার।
পাকিস্তান ও চীন সীমান্তের পাহাড়ি এলাকাগুলিতে এগুলো মোতায়েন করা হবে বলে ভারতীয় মিডিয়ায় জানানো হয়েছে। কামানগুলি পাহাড়ি এলাকায় ব্যবহারের উপযোগী। যা হেলিকপ্টার থেকেও ব্যবহার করা যাবে।
ভারত সরকার দেশটির সেনাবাহিনীর জন্য ১৯৮৭ সালে বোফোর্স কেনার পর এই প্রথম নতুন করে কোনো অস্ত্র কিনতে যাচ্ছে। ১৪৫টি কামানের মধ্যে ২৫টি আনার সাথে সাথেই ব্যবহার করা যাবে বলে জানা যায়।