রংপুরের জয়রথ থামাল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছয় ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আগেই নিজেদের করে নেয় রংপুর রাইডার্স আজ জিতলে পয়েন্ট আরও বাড়ত নাঈমমিথুনদের কিন্তু সেটি আর হতে দিল না রাজশাহী কিংস নিজেদের সপ্তম ম্যাচে রংপুরের জয়রথ থামাল রাজশাহী জিতল ১২ রানে

রাজশাহীর দেয়া ১৬২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তাড়া করতে নেমে সতর্কহাতেই শুরু করেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ এবং নাসির জামশেদ। দুজন মিলে স্কোর বোর্ডে ৪৫ রান যোগ করেন। দলীয় ২৮ রানের মাথায় শাহজাদকে ফিরেয়ে দেন নাজমুল

এরপর ব্যাট হাতে দারুণ সম্ভাবনা জাগান মিথুন। একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন মিথুন। কিন্তু অপরপ্রান্তে একের পর এক উইকেট খুইয়ে ম্যাচে ফিরতে পারেনি রংপুর। নিজের উইকেট শেষ পর্যন্ত জিইয়ে রেখেও জয় দেখা হয়নি তাঁর। যদিও শেষ দিকে অধিনায়ক নাঈম ইসলাম ঝড়ো শুরু করেও দলকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে পারেননি। নির্ধারিত ওভার শেষে উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় রংপুর

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। এদিন দলীয় রানের মাথায় মুমিনুলকে হারিয়ে যাত্রা শুরু হয় রাজশাহীর। এরপর সাব্বির রহমান এবং জুনায়েদ সিদ্দিক ৫৩ পর্যন্ত দলকে টেনে নেন। জুনায়েদ ২১ বলে ২৩ রানে আউট হন। সাব্বির ২৪ বলে করেন ৩১

প্যাটেল এবং উমর আকমল কিছু পথ পাড়ি দেন। প্যাটেল ১৮  বলে ১৭ রান করে কাটা পড়েন। মিরাজ আজ তেমন কিছু করতে পারেননি। বলে এক চারে ছয় রান করে ফিরে যান। শেষ দিকে অধিনায়ক ড্যারেন স্যামি ছোটোখাটো একটা ঝড় তুলে স্কোর বড় করেন। ১৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবীয় তারকা

LEAVE A REPLY