আন্তর্জাতিক ডেস্ক
রাষ্ট্রীয় শোকের নবম দিন আগামী ৪ ডিসেম্বর সাম্যবাদী বিপ্লবী ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য সম্পন্ন হবে। কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে চিরনিদ্রায় শায়িত হবেন বিপ্লবীদের নায়ক।
এক বিবৃতিতে কিউবার সরকার জানিয়েছে, ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক পালন করা হবে। আর ৪ ডিসেম্বর কাস্ত্রোকে চিরবিদায় জানানো হবে।
সারা দেশে চার দিনের শোক শোভাযাত্রা শেষে সান্তিয়াগো শহরে তার মরদেহ সমাহিত করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে সাম্রাজ্যবাদবিরোধী এই নেতার বয়স হয়েছিল ৯০ বছর।