জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য দরকার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য দরকার। গোটাবিশ্ব একসঙ্গে কাজ না করলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে দুই দিনব্যাপী সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই দক্ষিণ এশিয়ায় এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতির শিকার হবে এ অঞ্চল।
বাংলাদেশ নিজস্ব অর্থায়নে ৪০ কোটি মার্কিন ডলারের জলবায়ু ফান্ড গঠন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।
এ ইস্যুতে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপর্ণ এবং বাংলাদেশের আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। কিয়োটো প্রটোকল ও প্যারিস চুক্তির বাস্তবায়নে উন্নয়ন সংস্থা এবং বিশ্বনেতাদের এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্র্রপতি।

LEAVE A REPLY