এশিয়ান হকি ফেডারেশন কাপ হকির সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এনিয়ে টানা তৃতীয়বারের মতো এএএইচএফ কাপ হকির ফাইনালে উঠার গৌরব অর্জন করলো বাংলাদেশ।
শনিবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার।
তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
ম্যাচের ৩৭ মিনিটে স্কোর ৩-০ করেন রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন।
খেলার ৫০ মিনিটে পঞ্চম গোলটি করেন পুস্কর খীসা মিমো। কৃষ্ণ কুমার ৫৫ মিনিটে করেন ৬ষ্ঠ গোল।
সিঙ্গাপুরের জালে শেষ পেরেক ঠুকেন তরুণ ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ৬৬ ও ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সপ্তম ও অষ্টম গোল করেন তিনি।
রোববার শ্রীলংকা ও হংকংয়ের মধ্যেকার জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ।