শাহিনুর ইসলাম প্রান্ত লালমনিরহাট প্রতিনিধি:
জেলার আদিতমারী উপজেলায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মার্ফত আলী(৪৫) নামের এক অটো ড্রাইভার কে আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত গভীর রাতে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষা শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃকত মার্ফত আলী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
এ ব্যাপারে আদিতমারী থানার পরিদর্শক(ওসি-তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাতে উপজেলার মহিষা শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে অটো রিকশাটি আটক করে। পরে অটো রিকশাটিতে তল্লাশি চালিয়ে ১শত বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় আটো চালক মার্ফত আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃত মার্ফত আলীকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।