লালমনিরহাট হাতীবান্ধায় ৩ সন্তানের জন্মদিলেন এক মা

লালমনিরহাট প্রতিনিধি:শাহিনুর ইসলাম প্রান্ত
জেলার হাতীবান্ধা উপজেলায় ৩টি পুত্র সন্তানের জন্ম দিলেন স্নেহলতা (২২) নামের এক রমণী বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ্য আছেন। এলাকায় এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর নিমিষেই ছড়িয়ে পড়লে শিশু গুলোকে এক নজর দেখার জন্য মেডিকেলে ভীর জমায় শতশত জনতা।
আর লোজনের ভীর সামলাতে না পেরে চুপিচুপি শিশু ৩টি নিয়ে বাড়ীতে চলে যান স্নেহ লতা।

শুকবার রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্নেহ লতা পর পর ৩টি পুত্র সন্তান প্রসব করেন।

আলোচিত ৩ সন্তানের জন্মদানকারী মা স্নেহ লতা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার শ্রী দেবেন্দ্র নাথ বর্মণের স্ত্রী বলে জানা গেছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাসরীন সুলতানা কচি বলেন। মা ও সন্তান উভয়েই সুস্থ্য আছে। সন্তান ৩টি ওজনও সাভাবিক রয়েছে। প্রতিটি শিশুর ওজন ১.৮ কেজি।

LEAVE A REPLY