সেরা করদাতা আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা

বরাবরের মতো এবারও ২০১৫-১৬ সেশনের সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা বিবেচনায় ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে। সেরা করদাতাদের এ তালিকায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাও রয়েছেন।
এরমধ্যে শ্রেষ্ঠ করদাতা হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন। এ তালিকায় আরও আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ।

‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

প্রকাশিত গেজেট অনুযায়ী অভিনয় শিল্পীর মধ্যে সর্বোচ্চ কর দিয়ে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। তাছাড়া প্রকাশিত গেজেট অনুযায়ী সর্বোচ্চ কর দিয়ে শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ।

LEAVE A REPLY