সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গুরুত্বপূর্ণ জেলা সিরিয়ার সরকারি বাহিনী পুনর্দখল নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্দখল করা ঐ জেলার নাম মাসাকেন হানাও। এটি আলোপ্পোর উত্তর-পূর্বে অবস্থিত। এটি সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আলেপ্পোর পূর্বাঞ্চল পুনর্দখলের জন্য গত ১৫ নভেম্বর সেখানে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সেখানে প্রায় তিন লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, এই অভিযান চলাকালে ২১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ২৭টি শিশু রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে খাদ্য ও চিকিত্সা সেবার সংকট দেখা দিয়েছে।