নতুন রূপে ‘নবাব’-এর শাকিব

বিনোদন ডেস্ক

শাকিব খানের নতুন ছবি নবাব-এর শুটিং শুরু হয়েছে। আর এতে শিকারি সিনেমার পরে নতুন রূপে আসছেন শাকিব। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন টালিউডের অভিনেত্রী শুভশ্রী।
গত বৃহস্পতিবার ছবির বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। ২৬ নভেম্বর থেকে ছবির দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে ভারতের কলকাতায়। সেখানে টানা ২৮ দিন কাজ হবে ছবিটির। ছবির গানের শুটিং হবে থাইল্যান্ডে।

শাকিব ও শুভশ্রী ছাড়াও নবাব-এর শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, সুব্রত, শিবা সানু, রেবেকা প্রমুখ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নবাব ছবিটি তৈরি হচ্ছে। এর বাংলাদেশ অংশের পরিচালক আবদুল আজিজ।

LEAVE A REPLY