মৎস্য অধিদপ্তরে ১৩৫ নিয়োগ

মো. মাহবুব আলম
মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-Ⅱ প্রজেক্ট (এনএটিপি-২) শীর্ষক প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৩৫ জনকে নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে গত ২২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যোগ্যতা সম্পন্ন আগ্রহীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে বিএসসি ইন ফিশারিজ (অনার্স)/ অনার্সসহ এমএসসি ইন মেরিন সায়েন্স/ অনার্সসহ এমএসসি প্রাণিবিদ্যা (ফিশারিজ) ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। শিক্ষাজীবনে সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

বিস্তারিত তথ্য: ‘পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-Ⅱ প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংশ, কক্ষ নং- ৪১৩, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপটেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা- ১০০০’ এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

বয়স: ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২০ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন: জাতীয় বেতনস্কেল ২০১৫ এর নবম গ্রেড অনুযায়ী ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা স্কেলে বেতন পাবেন।

LEAVE A REPLY