লালমনিরহাট আদিতমারীতে কমিউনিটি পুলিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জেলার আদিতমারী উপজেলায় কমিউনিটি পুলিশের আট দলীয় ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ খেলায় কুমড়িরহাট ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে মহিষখোচা ফুটবল একাদশ বিজয়ের শিরপা অর্জন করেন।
শনিবার বিকেল ৩টায় উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ও বন্ধু সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় কুমড়িরহাট ফুটবল একাদশ বনাম মহিষখোচা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।

ফুটবল টুর্নামেন্ট ও বন্ধু সংগঠনের সভাপতি মাহবুবার রহমান খান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন-লালমনিরহাট জেলার এডিশনাল এসপি এন.এম নাসিরুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- জনাব রোকন উদ্দিন বাবুল, যুগ্ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি,  উপজেলা চেয়ারম্যান জনাব আইয়ুব আলী, আদিতমারী থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব ফিরোজ কবির, কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল সরকার, উপজেলা জাপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেওয়া হয় ।

 

LEAVE A REPLY