লিখতে পারেন আপনিও

সোসাইটি ডেস্ক
প্রতিনিয়ত আপনার চারপাশে ঘটছে নানা ঘটনা। কোনোটি হয়তো আপনার আনন্দের কারণ, আবার কোনোটি আপনার জন্য ডেকে আনে দুর্ভোগ। সমাজ, রাষ্ট্র, ব্যক্তিজীবন এবং সাহিত্য-সংস্কৃতি নিয়ে আপনার রয়েছে নিজস্ব চিন্তা।

এছাড়া যারা প্রবাসে থাকেন, তাদের প্রবাস জীবনেও দৈনন্দিন চোখের সামনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে হাসি, কান্না ও সুখের অভিজ্ঞতায় রয়েছে নানা গল্প। তাই যেকোনো বিষয়ে আপনিও লিখতে পারেন সোসাইটিনিউজ২৪-এ।

শর্ত শুধু এটুকু আপনার লেখা যেন কাউকে আক্রমণ না করে, যেন হিংসার বিস্তার না ঘটায়। লেখা পাঠানোর ঠিকানা-societynews24.com@gmail.com.

LEAVE A REPLY